গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে স্কুল শিক্ষকসহ আহত ৩
প্রকাশিতঃ ১:১৩ অপরাহ্ণ | এপ্রিল ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের বাইলনা গ্রামে বুধবার বিকালে বসত-বাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের শিক্ষকসহ তিনজন গুরুতর আহত হয়েছে।
ঘটনায় গুরুতর আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন উপজেলার মশাখালী ইউনিয়নের বাইলনা গ্রামের অবসরপ্রাপ্ত মাদ্রাসার সুপার আবু বকর সিদ্দিক ফারুকীর মেয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাহবুবা আক্তার রায়হান (৪০), ছেলে শিক্ষক মাহমুদুর রহমান আহাদ (৩৮) ও মেজবাহউদ্দিন ফয়েজ (৩০)।
আহত ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, বাইলনা মড়ল বাড়ির সাবেক ইউপি সদস্য জসীমউদ্দীনের সাথে বসত বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তারই সম্পর্কে ভাতিজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুর রহমান আহাদের। এই বিরোধীতার জের ধরে বুধবার উক্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাবেক ইউপি সদস্য সন্ত্রাসী-জসীম উদ্দিন তার ছেলে জিহাদ, জিসান ও স্ত্রী- হামিদা খাতুন লোহার রড ও বাঁশ নিয়ে মাহমুদুর রহমান আহাদ মুখে, ঠোঁটে প্রচন্ড আঘাত করতে থাকে এতে তার উপের ও নিচের ১০ টা দাঁত ডেবে যায়। ওই সময় তার বোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাহবুবা আক্তার রায়হান ঝগড়া থামাতে আসলে সন্ত্রাসীরা তার উপরও আক্রমণ করে। সন্ত্রাসীদের উপর্যুপরি লাঠি ও রডের আঘাতে শিক্ষিকার বাম পা ও বাম হাতের কব্জির উপর ভেঙ্গে যায়। পরে সন্ত্রাসীরা গুরুতর আহত শিক্ষক-শিক্ষিকার ছোটভাই মেজবাউদ্দিন ফয়েজের উপর আক্রমণ করে তার বাম হাতে ও উরুতে রড ও বাঁশ দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।
পরে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় পাগলা থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছে শিক্ষক পরিবার।
শিক্ষক মাহমুদুর রহমান আহাদ বলেন, এর আগেও তারা প্রাণনাশের হুমকি দিয়েছে। হত্যার উদ্দেশ্যে আমাদের উপর আক্রমণ করে আমাদের তিন ভাইবোনকে গুরুতর আহত করেছে। এ ঘটনায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখা ও কান্দিপাড়া শাখার নেতৃবৃন্দ তীব্র নিন্দা প্রকাশ করে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলার সভাপতি আমিনুল ইসলাম বলেন, শিক্ষকদের এভাবে নির্দয় ভাবে মেরে দেশে চলমান পরিস্থিতিতে গর্হিত একটি কাজ করেছে সন্ত্রাসীরা।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখা সাধারণ সম্পাদক দেলোয়ার জাহান সুমন বলেন, দেশেরএই ক্লান্তি লগ্নে নির্মম ভাবে শিক্ষকদের এভাবে মারা চরম অমানবিক কাজ করেছে, আমি এই অপরাধের তীব্র নিন্দা ও বিচার দাবি করছি।
পাগলা থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান জানান, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
