|

ভালুকায় ঘরে থাকা মানুষের জন্য বিনামূল্যে ‘টেলিমেডিসিন সেবা’

প্রকাশিতঃ ২:৪৬ অপরাহ্ণ | এপ্রিল ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভালুকা পৌরসভা এখন লকডাউনে। মানুষের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে উপজেলা প্রশাসন। যানবাহন চলাচলও অনেকটা বন্ধ। বিভিন্ন বেসরকারী ক্লিনিক-হাসপাতালও প্রায় বন্ধ হয়ে গেছে। ভালুকায় এসব অসুবিধার কথা চিন্তা করে ঘরে থাকা মানুষের জন্য বিনামূল্যে মুঠোফোনের মাধ্যমে জরুরী ‘টেলিমেডিসিন সেবা’ চালুর উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভ্যুদয়’। গত ২দিন যাবৎ এ সেবা প্রদান করে যাচ্ছেন চিকিৎসকরা।

জানা যায়, করোনাভাইরাসের কারনে উপজেলার যানবাহন চলাচল স্বাভাবিক না হওয়ার ফলে গ্রামাঞ্চলের সাধারণ মানুষের সরকারী হাসপাতালে আসতে কষ্টসাধ্য হচ্ছে। তাছাড়া কেউ সামান্য শারিরিক সমস্যার জন্য ‘করোনা-আক্রান্ত’ বলে সামাজিক অপবাদের ভয়ে চিকিৎসকের কাছে যেতে সংকোচবোধ করছেন। এ ছাড়া চিকিৎসকেরাও রোগীদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে তাদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখাও অনেকটা বন্ধ করে দিয়েছেন। তাই রোগীদের এসব অসুবিধার কথা চিন্তা করেই মুঠোফোনের মাধ্যমে জরুরী টেলিমেডিসিন সেবা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জরুরী এ টেলিমেডিসিন সেবার মধ্যে নবজাতক ও শিশু, গাইনি ও প্রসুতি, মেডিসিন এবং দন্ত রোগ বিশেষজ্ঞ স্বনামধন্য ১০জন চিকিৎসকের ফোন নাম্বার সম্বলিত ব্যানার করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর ফলে ঘরে থেকেই বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীরা চিকিৎসা পরামর্শ পাচ্ছেন। যা সম্পূর্ণ বিনা মূল্যে।

এ বিষয়ে গাইনি ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ ডা. মো. মোশারফ হোসেন জানান, ‘স্বেচ্ছাসেবী সংগঠন অভ্যুদয়ের আহবানে সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগে সম্মতি দিয়েছি। প্রতিদিন অসংখ্য মানুষের ফোন পাচ্ছি। চেষ্টা করছি বৈশি^ক এ মহামারিতে মানুষের জন্য কিছু করার।

অভ্যুদয় সভাপতি আসাদুজ্জামান সুমন বলেন, ‘উপজেলার গ্রামাঞ্চালের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা এ উদ্যোগ নিয়েছি। আমাদের এ ক্ষদ্র উদ্যোগে যেসকল মহৎ হৃদয়ের চিকিৎসকগণ এগিয়ে এসেছেন তাদের প্রতি আমরা বিশেষ ভাবে কৃতজ্ঞ।’

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টা লক্ষ করেছি। দেশের এ ক্রান্তিলগ্নে মানবতার সেবার অনন্য এ উদ্যোগ খুবই প্রশংসার দাবিদার। এ আয়োজনের উদ্যোক্তা ও সেবাদানকারী চিকিৎসকদের প্রতি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকল শ্রেনীপেশার মানুষের সমন্বয়েই আমাদের এ দূর্যোগ মোকাবেলা করতে হবে।’

Print Friendly, PDF & Email