|

ভালুকায় ৫শত কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী উপহার প্রদান

প্রকাশিতঃ ৮:৪৮ অপরাহ্ণ | এপ্রিল ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় করোনার প্রভাবে কর্মহীণ হয়ে পড়া অসহায় ৫শত পরিবারকে খাদ্য দ্রব্য উপহার সামগ্রী হিসেব প্রদান করা হয়েছে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবে ঘর বন্দী কর্মহীন পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউকো সলিসন্সের কর্ণধার আ. জলিল লিটন ও তাঁর সহধর্মিনি ইউকো সলিসন্সের এমডি অজুফা আক্তার লিনা।

বৃহস্পতিবার উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডুবালিযা পাড়া এলাকায় তাদের পক্ষ থেকে মো. জাকির হোসেন, হুমাউন রশিদ ও মো. মামুন মিয়া ওইসব উপহার সামগ্রী অসহায় কর্মহীন মানুষের মাঝে পৌছে দেন। এসময় আব্দুল গফুর ফকির, ছফির উদ্দিন সহু ও এলাকায় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউকো সলিসন্সের এমডি অজুফা আক্তার লিনা বলেন, ‘বৈশি^ক এ দূর্যোগ আমাদের সকলকে মিলে মিশে মোকাবেলা করতে হবে। সামজিক দায়বদ্ধতা থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছি। চেষ্টা করবো আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে আমাদের সমাজের কাউকেই না খেয়ে থাকতে হবেনা।’

Print Friendly, PDF & Email