|

মুক্তাগাছায় বেওয়ারিশ কুকুরের প্রতি স্বেচ্ছাসেবক চঞ্চলের ভালবাসা

প্রকাশিতঃ ৯:৪৫ অপরাহ্ণ | এপ্রিল ২৩, ২০২০

মো. আসাদুজ্জামান সুমন, ভালুকার খবর: মুক্তাগাছায় বেওয়ারিশ কুকুরের প্রতি ভালোবাসার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বেচ্ছাসেবক যুবক জান্নাতুল নাঈম চঞ্চল। মানবিক কারণে বেওয়ারিশ ওইসব কুকুরকে টানা ২২দিন যাবৎ খাবার দিয়ে যাচ্ছেন ময়মনসিংহের মুক্তাগাছার ওই যুবক।

তিনি বিডি ক্লিন মুক্তাগাছার উপজেলা সমন্বায়ক ও মুক্তাগাছা হেল্পলাইনের প্রতিষ্ঠাতা।

জান্নাতুল নাঈম চঞ্চল জানান, ‘বৈশি^ক মহামারির থাবায় গোটা বাংলাদেশ এখন তটস্থ । করোনাভাইরাস মোকাবলোয় লকডাউনের ফলে কর্মহীন হলে পড়েছে দেশে লাখ লাখ মানুষ। তবে তাদের সাহায্যার্থে মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে পাশে আছে সরকারসহ বহু ব্যাক্তি ও প্রতিষ্ঠান। কিন্তু বেওয়ারিশ প্রাণীগুলোর কথা কেউ ভাবেনা। সবসময় দোকানপাট, হোটেল ও রেস্টুরেন্টের উচ্ছিষ্ট খাবার খেয়েই এসব প্রাণী বেঁচে থাকে। করোনার প্রভাবে এসময় খাবারের উৎস বন্ধ থাকায় মহা বিপদে পড়েছে কুকুরগুলো। তাই নিজের সাধ্যমত চেষ্টা করছি অবলা প্রাণীদেও পাশে থাকতে।’

চঞ্চল আরও বলেন, ‘আজ পর্যন্ত টানা ২২ দিন ধরে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকার প্রায় ৫০টি কুকুরকে পাউরুটি, কেক, বিস্কুট, খিচুড়িসহ বিভিন্ন খাবার দিচ্ছি। দেশের পরিবেশ স্বাভাবিক হওয়ার আগপর্যন্ত আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

বিডি ক্লিন ময়মনসিংহের বিভাগীয় সমন্বায়ক এ্যাড. মতিউর রহমান ফয়সাল জানান, ‘জান্নাতুল নাঈম চঞ্চলের ব্যাতিক্রমি এ উদ্যোগ সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে। তাকে দেখে অনেকে অনুপ্রাণীত হয়েছে। ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে এসব বেওয়ারিশ কুকুরের পাশে দাঁড়াচ্ছে।’

Print Friendly, PDF & Email