|

ভালুকায় করোনা রোগীর বাসায় বাজার নিয়ে গেলেন থানার ওসি

প্রকাশিতঃ ১০:৩৬ অপরাহ্ণ | এপ্রিল ২৩, ২০২০

জাহিদুল ইসলাম খান, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় প্রথম করোনা আক্রান্ত রোগী ভালুকায় ইউনিয়নের খারুয়ালী গ্রামের আবু হানিফ(৫০)। বর্তমানে হানিফ ঢাকার কুর্মিটোলা কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। ২টি কিডনী বিকল হাফিফের চিকিৎসা করার সময় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা সনাক্ত হয়।

কিডনীর চিকিৎসা করার কারনে নিংশ্ব হানিফ।সংসার চলার মত টাকা তাদের হাতে নাই। আবু হানিফের স্ত্রী দিলরুবা বাড়ীতে কোয়ারেন্টাইনে একা আছে। করোনা পজিটিভ হওয়ার পর তাদের এলাকার কেউ তাদের বাড়ীতে যায় না। কেউ কোন খবরও নেয়নি। সংসারে চালসহ নিত্য প্রযোজনীয় সবকিছু শেষ। কি? খাবে? কেমনে চলবে জীবন।

এসব চিন্তা করে বৃহস্পতিবার রাতে ৯৯৯ ফোন করে হানিফের স্ত্রী দিলরুবা খাবারের আকুতি জানায়। সে তার অসহায়ত্বের কথা ফোনে জানায়। সাথে সাথে ৯৯৯ থেকে জানানো হয় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মাইনউদ্দিন কে। ওসি পরক্ষনেই হানিফের স্ত্রীর জন্য চাল,ডাল,তৈল,পিঁয়াজ,আলু,কাঁচা বাজার ,হলুদ,ধনিয়া সহ বিভিন্ন প্রকার মসলা কিনে হানিফের স্ত্রীর কাছে নিজে গিয়ে দিয়ে আসেন।

স্থানীয় এক সাংবাদিক বিষয়টি তার ব্যক্তিগত ফেইজবুকে পোষ্ট করলে বিষয়টি সবার সামনে আসে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন জানান, ‘আমি বিষয়টি জানতাম না। ৯৯৯ থেকে আমাকে জানানোর পর আমি নিত্য প্রয়োজনীয় বাজার করে হানিফের বাড়ীতে দিয়ে আসি। তাদেরকে বলা হয়েছে আরও কিছু লাগলে বা কোন সমস্যা হলে আমাকে জানাতে।’

Print Friendly, PDF & Email