ভালুকায় ২শত কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী উপহার প্রদান
প্রকাশিতঃ ৪:১৭ অপরাহ্ণ | এপ্রিল ২৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় ২শত কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের রওযাতুল সুন্নাহ মাদ্রাসা মাঠে স্থানীয় শিল্পপতি মোস্তাফিজুর রহমান মামুন ও উপজেলা ছাত্রদল নেতা শামীম আহাম্মেদ ওই দুইশতাধিক অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।
সামাজিক দুরত্ব বজায় রেখে সুপ্তি সোয়েটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান মামুন ও উপজেলা ছাত্রদল নেতা শামীম আহাম্মেদের যৌথ অর্থায়নে উপহার হিসেবে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন জুয়েল ঢালী, শরীফ আহমেদ, রাসেল ঢালী, হুমায়ন, সজীব মাহমুদ প্রমুখ।
সুপ্তি সোয়েটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান মামুন বলেন, ‘বৈশি^ক এ মহামারি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় মোকাবেলা করতে হবে। আমাদের দেশে করোনাভাইরাস প্রভাবে ফেলার শুরু থেকেই চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। দেশের অবস্থা স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমাদের এ সহযোগীতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’



