|

ভালুকায় দিশাহারা কৃষকের ধান ক্ষেতে উপজেলা ছাত্রলীগ

প্রকাশিতঃ ৮:০৩ অপরাহ্ণ | এপ্রিল ২৪, ২০২০

জাহিদুল ইসলাম খান, বিশেষ প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে পাকা ধান কাটতে না পারা কৃষকদের ধান কাটতে ভালুকা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বাহিনী নিয়ে ধান ক্ষেতে নেমেছে। দিশাহারা কৃষকের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগের নেতারা। করোনা পরিস্থিতিতে ধান কাটার শ্রমিক না পাওয়ায় বর্তমানে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা কৃষকের ধান কাটা,ধান বাড়ি দেওয়া ও মাড়াই করে দিচ্ছেন।

শুক্রবার সকাল হতে দিনব্যাপী উপজেলার ধীতপুর এলাকার কৃষক দবিরউদ্দিনের ১০০শতাংশ জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দেন ভালুকা উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীবের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কাজ করেন। দেশের এই সংকটময় মুহূর্তে কৃষকদের পাশে দাড়িঁয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন সে কারণে খুশি এলাকাবাসী ও কৃষকরাও।

ধীতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন জানান, ‘কৃষক দবিরউদ্দিন একজন অসহায় কৃষক । সে মানুষের বাড়ীতে কাজ করে জীবিকা নির্বাহ করে। আজও সে জীবিকার জন্য অন্যের বাড়ীতে কাজ করছে। তার এই জমির ধান কাটতে প্রায় ১০হাজার টাকা লাগতো। ছাত্রলীগ এই কাজটা করে দেওয়ায় ব্যাপক প্রশংসার দাবিদার। ওই কৃষকের অনেক উপকার হয়েছে।’

ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব জানান, ‘করোনা পরিস্থিতির কারণে ভালুকা উপজেলায় ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক না পাওয়ায় নিজ জমির পাকা ধান কাটতে পাছেন না কৃষকরা।তাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একমাত্র অভিভাবক জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছি। এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমরা ভালুকা ছাত্রলীগ সকল কার্যক্রমে অংশগ্রহণ করছি। মানবতার পাশে ছাত্রলীগ যা ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগরে নির্দেশনায় আমরা কাজ করছি।’

Print Friendly, PDF & Email