|

গফরগাঁওয়ে কম্বাইন হারভেস্টার যন্ত্রের শুভ উদ্বোধন

প্রকাশিতঃ ৫:৫২ অপরাহ্ণ | এপ্রিল ২৮, ২০২০

তারেক সরকার গফরগাঁও প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে চরআলগী ইউনিয়নের চর কিনারআলগী গ্রামে ফসলের মাঠে গিয়ে কৃষকের ধানকাটা মেশিন কুবটা প্রো-৪৮৮ শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সনাতন পদ্ধতির পরিবর্তে যান্ত্রিক পদ্ধতিতে বোরো ধান কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটা ও মাড়াই কাজের শুভ সূচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ, যুবলীগ নেতা শাহজালাল, ছাত্রলীগ নেতা মুজাম্মেল, নয়ন প্রমুখ।

এ কম্বাইন্ড হারভেস্টার মেশিনের বাজার মূল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে সরকারিভাবে ভর্তুকি দেওয়া হয়েছে ১৪ লাখ টাকা। বাকি ১৫ লাখ ৫০ হাজার টাকা পূরণ করে এ মেশিন কিনে কৃষক। এই যন্ত্র দিয়ে স্বল্প খরচে ঘণ্টায় এক একর জমির ফসল কর্তন ও মাড়াই করতে পারবে কৃষক।

সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, ‘করোনভাইরাস পরিস্থিতিতে শ্রমিকরা গৃহবন্দি। দেখা দিয়েছে শ্রমিক সংকট। যন্ত্র দিয়ে সময় ও খরচ উভয় বাঁচিয়ে কর্তন ও মাড়াই করতে পারবে কৃষক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের দুর্ভোগ লাগব করতে সরকারিভাবে ভর্তুকি দিয়ে কম্বাইন হারভেস্টার মেশিন ক্রয় করতে কৃষকদের উৎসাহিত করছে।’

Print Friendly, PDF & Email