|

ভালুকায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ ১:৫৭ অপরাহ্ণ | এপ্রিল ৩০, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় হৃদয় চন্দ্র বর্মণ (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

সকাল ১১ টার দিকে উপজেলার কাদিগড় জাতীয় উদ্যান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ‘সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় জাতীয় উদ্যানের ভিতরে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় হৃদয় চন্দ্র বর্মণের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দিলে, মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

নিহত হৃদয় চন্দ্র বর্মণ উপজেলার পালগাঁও গ্রামের কৃষ্ণচন্দ্র বর্মণের ছেলে।

Print Friendly, PDF & Email