|

ভালুকায় রোযা রেখে অসহায় কৃষকের ধান কাটলেন ছাত্রলীগ

প্রকাশিতঃ ৮:০৪ অপরাহ্ণ | মে ০৪, ২০২০

জাহিদুল ইসলাম খান, বিশেষ প্রতিবেদক ঃ  এবার রোযা রেখে আশ্রায়ন প্রকল্পের এক অসহায় কৃষকের ধান কাটলেন ভালুকা উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীবের উদ্যোগে এক ঝাকঁ তরুন উধ্যমী ছাত্রলীগের কর্মী বাহিনী নিয়ে উপজেলার উথুরা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের অসহায় কৃষক আঃ শহিদের ৪০শতাংশ জমির ধান কেটে, বাড়ীতে পৌছিয়ে ,মাড়াই করে দিলেন।

এতে সহযোগিতা করেন উথুরা ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা।

কৃষক আঃ শহিদ জানান, আমি মানুষের বাড়ীতে কাজ করে নিজের সংসার চালাই। নিজের পরিবারের বছরের চাল সংগ্রহের জন্য এই জমি টুকু আবাদ করি। কিন্তু শ্রমিক সংকট ও আমার কাছে টাকা না থাকায় ক্ষেতের ধান কাটতে পারছি না। এ সংবাদ ছাত্রলীগের নেতা সজীব ভাই পেয়ে নিজে এসে তার কর্মী নিয়ে আমার ধান কেটে দিলেন। এতে আমার অনেক উপকার হয়ছে। আল্লার কাছে তাঁর জন্য দোয়া করি।

ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব জানান, ‘জাতির এই ক্লান্তিলগ্নে ছাত্রলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সব সময় মানুষের সকল প্রকার বিপদ আপদে মানুষের পাশে থেকে অতীতে ও বর্তমানে কাজ করছে। করোনার প্রভাবে অসহায় হয়ে যাওয়া মানুষের পাশে থাকতে আমাদের একমাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন। ভালুকা উপজেলা ছাত্রলীগ এই ক্লান্তিলগ্নে অসহায় এই কৃষকের ধান কেটে দিতে পেরে অনেক তৃপ্তি পাচ্ছি।  এছারা ভালুকা উপজেলা ছাত্রলীগ ,ছিন্নমূল মানুষকে খাবার বিতরন,হ্যান্ড স্যানিটাইজার বিতরণ,অসহায় কৃষকদের ধান কাটা,ইফতার বিতরণসহ সহ সকল প্রকার কার্যক্রমে অংশগ্রহণ করছি।

Print Friendly, PDF & Email