ভালুকায় কৃষকের মাঠে এক ঝাঁক কৃষকলীগের নেতাকর্মী
প্রকাশিতঃ ১০:০৩ অপরাহ্ণ | মে ০৪, ২০২০
জাহিদুল ইসলাম খান,বিশেষ প্রতিবেদক ঃ ভালুকায় কৃষকের মাঠে এক ঝাঁক কৃষকলীগের নেতাকর্মী নিয়ে ধান কেটে,বাড়ীতে পৌঁছে দিয়ে মাড়াই করে দিলেন। উপজেলা কৃষকলীগের সভাপতি আহসান হাবিব মোহন ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়ার যৌথ উদ্যোগে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া গ্রামের কৃষক মোহাম্মদ আলী ও কৃষক আব্দুল মোতালেব ধান ক্ষেতে অন্তত ১০০জন কৃষকলীগের নেতাকর্মী মিলে ২ কৃষকের ৩বিঘা জমির ধান কেটে ,বাড়ীতে পৌঁছে দিয়ে মাড়াই করে দিলেন।
ধান কাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন ময়মনসিংহ জেলা কৃষকলীগের সহসভাপতি মোঃ বাপ্পি, সহসভাপতি কামরুল ইসলাম ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শরীফ। ধান কাটায় খুশী ওই এলাকার কৃষকসহ সাধারণ মানুষ। কৃষকলীগের মানবিক এই কর্মকান্ডে ওই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
কৃষক আঃ মোতালেব জানান,শ্রমিক সংকটের কারণে আমার জমির ধান কাটতে পারছিলাম না। এতে আমি চরম আংতকিত হয়ে পরি। এমন অবস্থায় কৃষকলীগ আমাদের পাশে দাড়িঁয়েছে। আমার ধান কেটে বাড়ীতে পৌছেঁ দিয়ে মাড়াই করে দেয়। আমার অনেক উপকার হয়েছে। আমি আল্লার কাছে তাঁদের জন্য দোয়া করি।
ভালুকা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া জানান, দেশের এই ক্লান্তিলগ্নে কৃষকরা যাতে তাদের উৎপাদিত ধান শ্রমিক সংকটের কারণে ঘরে নিতে কোন অসুবিধা না হয় । সেই লক্ষ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের একমাত্র অভিভাবক কৃষকবান্ধব জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের সাথে কাজ করতে মাঠে আছি।
ভালুকা কৃষকলীগ সবসময় অসহায় কৃষকদের পাশে আছে।
ভালুকা উপজেলা কৃষকলীগের সভাপতি আহসান হাবিব মোহন জানান, আমাদের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী, কৃষকরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা কৃষকলীগের নেতৃবৃন্দ নিয়ে ধান কাটায় অংশগ্রহণ করি। আমাদের কেন্দ্রীয় কৃষকলীগের নেতৃবৃন্দ’র দিক নির্দেশনায় ভালুকা কৃষকলীগ সব সময় অসহায় কৃষকদের পাশে ছিলো এবং ভবিষ্যতে থাকবে।


