ভালুকায় অসহায় বৃদ্ধ মহিলাকে এক মাসের খাদ্যসামগ্রী দিলেন উপজেলা চেয়ারম্যান
প্রকাশিতঃ ৯:৫৫ অপরাহ্ণ | মে ০৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: প্রায় শতবর্ষী বয়সের অসহায় বৃদ্ধ মহিলা আমেনা খাতুনকে ১মাসের খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ স্বশরীরে গিয়ে ওই মহিলার হাতে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ জানান, ‘মেদুয়ারী ইউনিয়ন যুবলীগ নেতা কামরুল ইসলাম আমাকে ফোন করে বিষয়টি জানান। প্রায় শতবর্ষী ওই মহিলার পরিবারে রোজগার করার মত কেউ নেই। ২দিন যাবৎ নাকি শুধু মুড়ি খেয়ে রোজা রাখছে। বিষয়টি শুনে সাথে সাথে আমি সেখানে যাই এবং উনার পাশে দাঁড়াই। সমাজের সবাই যদি তাঁর বাড়ির পাশে মানুষটির খোঁজ রাখতো তাহলে এমনটি হতো না।’



