করোনায় একান্ত উপলব্ধি
প্রকাশিতঃ ৬:১৬ অপরাহ্ণ | মে ০৬, ২০২০

এম.এইচ. সোহেল :
“করোনা” আমাদের এই শিক্ষাই দিচ্ছে যে, আধুনিক কালের শহুরে যান্ত্রিক জীবন-যাপনের চেয়ে আদি কালের গ্রাম্য কৃষি নির্ভর জীবন-যাপনই ছিলো ভালো৷
মানুষ আজ গৃহবন্দি জীবনে উপলব্ধি করছে, প্রতিটি বাড়িতে-গোলায় ধান থাকা দরকার, ঢেকি থাকা দরকার, পুকুরে মাছ থাকা দরকার, গোয়ালে গরু থাকা দরকার, হাস-মুরগি থাকা দরকার, ক্ষেতে শাক-সবজি, গাছে ফল-ফলাদি থাকাও অত্যাবশ্যক।
তাহলেই কেবল পৃথিবীতে ভালোভাবে টিকে থাকা সম্ভব ৷
বিদেশে যাওয়া, ব্যবসা-বাণিজ্য, চাকরি, এগুলোর চেয়ে কৃষি কাজই পৃথিবীতে অধিক প্রয়োজনীয় ৷
ফসলের ক্ষেত-খামার নষ্ট করে, মিল কল-কারখানা স্থাপনের চেয়ে খাদ্যে স্বয়ং সম্পুর্ণ হওয়াইটাই বর্তমান প্রেক্ষাপটে মূলমন্ত্র হওয়া উচিৎ। এতেই মুক্তি। এতেই সফলতা।

লেখকঃ
ব্যাবসায়ী ও সমাজকর্মী