ভালুকায় ৮০হাজার মুরগীর ডিম বিতরণ করলেন আ‘লীগ নেতা
প্রকাশিতঃ ২:১১ অপরাহ্ণ | মে ০৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে পুষ্টি খাদ্য হিসেবে ৩ দফায় মোট ৮০ হাজার মুরগীর ডিম বিতরণ করেছেন স্থানীয় এক আ‘লীগ নেতা।
শনিবার সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ লোহাবই এ এইচ সরকার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মেদুয়ারী ইউনিয়ন আ‘লীগ নেতা আকতার হোসেন সরকার ১২ হাজার ডিম বিতরণ করেন। এর আগে ২দফায় মেদুয়ারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ৬৮হাজার ডিম বিতরণ করা হয়।
শনিবার সকালে ডিম বিতরণ অনুষ্ঠানে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় আ‘লীগ নেতা আনোয়ার হোসেন আকন্দ, আশরাফুল আলম, কবির হোসেন সরকার, সোহেল মন্ডল প্রমুখ।
বরাইদ শহিদ শামসুদ্দিন স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও আ‘লীগ নেতা আকতার হোসেন সরকার বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ও ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ভাইয়ের দিক-নির্দেশনায় উপহার স্বরূপ কর্মহীন মানুষের মাঝে ডিম বিতরণ করেছি। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ও লকডাউনের কারনে বাজারে যেতে কষ্ট হওয়া মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকেই আমার এ উদ্যোগ। দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, এর আগে আ‘লীগ নেতা আকতার হোসেন সরকার স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদের উপস্থিতিতে মেদুয়ারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১০হাজার পরিবারকে বিভিন্ন প্রকার সবজী ও ৬৮হাজার ডিম বিতরণ করেন।


