‘শেখ নাঈমের আদর্শিক আলোয় আলোকিত আজ ছাত্র ও যুব সমাজ’
প্রকাশিতঃ ৩:১৬ অপরাহ্ণ | মে ১০, ২০২০

গাজী তুষার আহমেদ বাঘাঃ
আমার আগের একটি লেখায় আমি লিখেছিলাম শেখ নাঈম হচ্ছে জাতীয় নেতা ৮ বারের সফল এমপি আমাদের অভিভাবক শেখ ফজলুল করিম সেলিম ভাই এর দেওয়া গোপালগঞ্জবাসির জন্য সেরা উপহার।আমার কথাটির সত্যতা বারংবার প্রমাণিত হয়েছে।যেটা চোখ বুলালেই আমরা দেখতে জাতীয় দৈনিক সংবাদ মাধ্যমে,Social Media.টেলিভিশন সহ বিভিন্ন প্রচার মাধ্যমে।
শেখ নাঈমের আদর্শিক আলোয় আজ ছাত্র – যুব সমাজ আলোকিত।বিশেষ করে গোপালগঞ্জের ছাত্র – যুব সমাজ যেন শেখ নাঈমের দেখানো পথে পরোপকারে নিবেদিত এক উজ্জ্বল উদাহরণ।শেখ নাঈমের আলোয় আলোকিত হয়ে যে ভাবে এগিয়ে চলছে ছাত্র – যুব সমাজ তাতে আমরা আশাবাদী হতেই পারি সুন্দর আগামীর সমাজ বিনির্মাণে ওরাই হবে আপনার মুল সৈনিক।
আপনার সৈনিক হওয়ার প্রমাণ ইতি মধ্যে ছাত্র ও যুবকরা দিয়েছে।আপনার দেখানো পথে ওরা এগিয়ে চলছে অবিরাম রোযা থেকে ভোর ৫ টার সময় অসহায় মানুষের ধান কেটে বাড়ি পৌছিয়ে দিচ্ছে, তারপর আপনার পাঠানো সবজি নিয়ে যাচ্ছে মানুষের ঘরে ঘরে কোন দল আবার ইফতার নিয়ে হাজির পথে-ঘাটে।এ যেন বিরামহীন হেটে চলা।হ্যামেলিয়নের বাশিওয়ালার এক ফুতে যেনো সবাই আলোর পথযাত্রী।
মানুষের সেবায় দুহাত খুলে সহযোগিতা করে চলছেন আপনি। দিনরাত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। হাজার হাজার হতদরিদ্র পরিবারের খাদ্য সহায়তা হতে শুরু করে ইফতার বিতরন,সবজী বিতরন,অসংখ্য কর্মীর পরিজনের চিকিৎসা সেবার দায় ভার নিজের কাঁধে তুলে নিছেন।হত-দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার খরজ সহ অসংখ্য সামাজিক কর্ম সম্পাদন করে যাচ্ছেন প্রতিনিয়ত। আপনার কাছে সহযোগিতার জন্য গেলে আপনি ফিরিয়ে দেননা কাউকে। একান্ত আলাপচারিতায় আপনাকে বলেছিলাম কি করতে চান? ভবিষ্যৎ ভাবনা কি রাজনীতি নিয়ে?আপনি খুব সহজে বলেছিলেন মানুষের জন্য কিছু করতে চাই।আপনার দিকে তাকিয়ে আমার কাছে মনে হচ্ছিল আপনার মুখের কথাটি যেন আপনার চোখেও বলছে। আপনি বলেছিলেন এমপি,মন্ত্রী হওয়া লাগে না মানবসেবা করতে।মহান আল্লাহ আমাদের সেরা জীব মানুষ হিসাবে পাঠিয়েছেন তার প্রমান আমাদের কাজের মাধ্যমে দিতে হবে। বিপদে মানুষের পাশে থাকাটাই হচ্ছে মানুষের প্রধান কাজ। আপনার কথার সত্যতা দেশবাসী আজ দেখতে পাচ্ছে।জাতির এই ক্রান্তিকালে আপনার সহযোগীতা পেয়ে আনন্দে কেঁদেছে অনেকে।আপনার মানবিকতায় বিকষিত তরুন,ছাত্র ও যুব সমাজ।আপনার মতো মানবিক মানুষ সমাজে বড় প্রয়েজন।আপনার জন্য শুভ কামনা।ভালো থাকবেন।
লেখকঃ সভাপতি, শেখ মনি স্মৃতি পরিষদ।
(লেখকের ফেসবুক থেকে নেওয়া)