|

মানবিকতার তাগিদে মানুষের পাশে ব্যারিস্টার শেখ নাঈম

প্রকাশিতঃ ১:৪২ পূর্বাহ্ণ | মে ১২, ২০২০

গাজী তুষার আহমেদ বাঘাঃ

মানবিকতার তাগিদে মানবিক মানুষেরা দাড়াচ্ছেন সাধারণ মানুষের পাশে।মরনঘাতি ভাইরাস করোনায় সংক্রামণের ভয়কে জয় করেই ছুটে চলছেন এ ঘর থেকে ও ঘর।এক এলাকা থেকে অন্য এলাকা।সহযোগিতার হাত বাড়িয়ে চলছেন সাধ্যমত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানে সাড়া দিয়ে মানবিক মানুষ গোপালগঞ্জসহ সারা বাংলার ছাত্র ও যুব সমাজের আদর্শিক নেতা গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিমের কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার শেখ ফজলে নাঈম তার বাবার দিক নির্দেশনায় নিজস্ব তহবিল হতে গতকাল ১১ মে করোনা সংকটে টুঙ্গিপাড়া উপজেলার অসহায়, দুস্থ ও কর্মহীন দেড় হাজার পরিবারের জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, রান্নার তেল ও সাবান পাঠিয়েছেন। ৫টি ট্রাকে এ খাদ্যসামগ্রী লোড করে বিতরণের জন্য টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন শেখ নাঈমের প্রতিনিধিদল।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আ. লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশ জুড়ে প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবে ঘরে থাকা অসহায়, দুস্থ ও কর্মহীন গোপালগঞ্জ, সদর ও কাশিয়ানির ১৯ হাজার মানুষের মাঝে ধাপে ধাপে খাদ্যসামগ্রী পাঠিয়েছেন এই মানবিক যুব নেতা।গ্রুপে গ্রুপে শেখ নাঈমের আদর্শিক ছাত্র ও যুব সমাজ সবজি, ইফতারি বিতরণ করে চলছে বিরামহীন।
মানুষের পাশে দাড়ানোর এ শিক্ষাটা কিভাবে পেলেন?খুব সহজ ভাবে শেখ নাঈম জানালেন এটা পারিবারিক শিক্ষা। ছোটবেলা থেকে বাবাকে দেখেছি দিন রাত মানুষের সেবা করছে।আমরা ভাই বোনেরা বাবাকে খুব বেশি কাছে পাইনি যতটা পেয়েছেন দেশবাসী বিশেষ করে গোপালগঞ্জের মানুষেরা।এখান থেকেই আমরা শিক্ষা পেয়েছি।গত ২০/২৫ বছর আমার ফুপি জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশবাসীর জন্য যে কাজ করে চলছেন এবং বিভিন্ন বই পড়ে ইতিহাস থেকে যেটা যানা যায় জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং আমার মনি চাচার যে ভালোবাসা মানুষের প্রতি ছিলো সে ধারা আমাদের রক্তে প্রভাহিত।বিপদে মানুষের পাশে থাকাটা পারিবারিক ভাবেই আমরা পেয়েছি।আমার বাবা যেমন মানুষের জন্য এখন ও কাজ করে চলছেন আমরা কিছুটা করারা চেষ্টা করছি মাত্র।ইনশাআল্লাহ মানুষের জন্য আমার এই সামান্য সহযোগিতা চলতে থাকবে।যতদিন বেচে আছি মানুষের পাশে থাকতে চাই।

রক্ত কথা বলে এই রকম কথা আমরা প্রাই শুনতে পাই।আসলেই কি রক্ত কথা বলে?উত্তর প্রিয় পাঠক আপনারা খুজে নিবেন।আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর Good Governance এর শুন্যতা অচিরেই ঘুচে যাবে মানবিক যুবনেতা শেখ নাঈমদের মাধ্যমে।মানবতার জয় হোক।

লেখকঃ সভাপতি, শেখ মনি স্মৃতি পরিষদ।

(লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)

Print Friendly, PDF & Email