|

ভালুকায় অসহায় মানুষের পাশে দাড়ালেন যুবদল সম্পাদক রাসেল

প্রকাশিতঃ ৯:১৪ অপরাহ্ণ | মে ১২, ২০২০

মো. মোকছেদুর রহমান মামুন, নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারী পরিস্থিতি সৃষ্টি করেছে। দিনদিন করোনার প্রকোপে বিভিন্ন দেশ লকডাউন হয়ে যাচ্ছে। বাংলাদেশেও এই পরিস্থিতি প্রতিদিনই ভয়াবহতার দিকে ধাবিত হচ্ছে। ক্রমাগত মানুষের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। ঘরে আটকা পরা মানুষের জনজীবনে প্রতিনিয়ত অভাব অনটনের দেখা দিচ্ছে ও সাধারন মানুষের দুর্ভোগ সীমাহীন আকার ধারন করেছে।সমাজের অবহেলিত, গরীব অসহায় ও প্রতিবন্ধী মানুষকে খাদ্য সামগ্রী সহায়তা দিয়ে পাশে দাড়িয়েছে উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রকিবুল হাসান রাসেল।

১০ মে রবিবার সকালে ভালুকা উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রকিবুল হাসান রাসেল নিজ উদ্যোগে ধীতপুর ইউনিয়ন এ ৭৫ টি অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ,তেল,চিনি বিতরণ করেন৷ এর আগে আরও ২০৯ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

তিনি সমাজের সহৃদয়বান, বিওবান,বন্ধুবান্ধব, আত্নীয়স্বজন এর আর্থিক সহযোগীতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এই বিষয়ে জানতে চাইলে,উপজেলা যুবদলে সাধারন সম্পাদক রকিবুল হাসান রাসেল বলেন,এ নিয়ে মোট ২৮৪ টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।এর আগে ধীতপুর ইউনিয়নের প্রায় ৯৭টি মসজিদ ও সব কয়টি বাজারে স্প্রে করা এবং প্রায় ৭ হাজার মাক্স বিতরন করা হয়। আমার এই কার্যক্রম চলমান থাকবে।
কোন সংস্থা বা গোষ্ঠী র একা পক্ষে এই মহাদুর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব না। দল মত নির্বিশেষে সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।

তিনি অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আর ও বলেন, মানুষের মহাদুর্যোগময় মুহুর্তে পাশে থাকার লক্ষ্যে আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। সবসময় যেন জনগণের জন্য কাজ করতে পারে সে জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

Print Friendly, PDF & Email