|

ভালুকা পৌরবাসীর ‘সুখে-দু:খে’ হাতেম খাঁন

প্রকাশিতঃ ১১:০৮ অপরাহ্ণ | মে ১৫, ২০২০

জাহিদুল ইসলাম খান, বিশেষ প্রতিবেদক: ভালুকা পৌরসভাবাসীর উৎসব-পার্বনে, সুখে-দু:খে বিএনপি নেতা হাতেম আলী খাঁনকে সবসময়ই পাশে পাওয়া যায়। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে নিম্মবিত্ত ও মধ্যবিত্ত অসহায় ৫হাজার ৬শত পৌরবাসীর মুখে হাসি ফুটিয়েছেন তিনি। তাছাড়া প্রতিবছরই অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ সমাগ্রী বিতরণ করে থাকেন তিনি।

গত ২দিনে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫৬০০শত ঈদ সামগ্রী প্যাকেট বিতরণের কার্যক্রম হাতে নিয়েছেন। ২০শে রমজান হতে শুরু করে প্যাকেট বিতরণের কার্যক্রম চলবে ঈদের আগের দিন পর্যন্ত। এসব ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে- চিনিগুড়া চাল, চিনি, সেমাই, লবণ, সয়াবিন তৈল ও সাবান।

জানা যায়, ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণের আগেও তিনি করোনার প্রভাবে অসহায় পৌরবাসীর প্রায় বেশ কিছু পরিবারের মাঝে ৫কেজি করে চাল বিতরণ করেছেন। এবং মধ্যবিত্ত প্রায় ২৫০জন পরিবারের মাঝে ২৫কেজি করে চাল বিতরণ করেন।
শুক্রবার ২য় দিনের ঈদ সামগ্রী বিতরণ করেন পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকার মারকাজ মসজিদের সামনে থেকে। ওখানে প্রায় ৫শত পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রীর প্যাকেট বিতরণ করেন।

মারকাজ মসজিদের সামনে ঈদ সামগ্রী নিতে আসা বৃদ্ধ রমজান আলী জানান, ‘আমার জীবনে এই প্রথম কোন ঈদের আগে ঈদের বাজার পেলাম। আমাদের মত গরীবের কথা চিন্তা করে হাতেম ভাই আমাদের পাশে দাড়িঁয়েছেন। আমি আল্লার কাছে দোয়া করি আল্লাহ তায়ালা যেন উনার নেক আশা পূর্ণ করেন।’


আলহাজ্ব হাতেম খান বলেন, ‘আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি যতটুকু সম্ভব পারি অসহায়দের জন্য করছি। মানুষের জন্য কিছু করতে পারলে তুপ্তি পাই। আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে। সকলে মিলেই এ বৈশ্বিক মহামারিকে মোকাবেলা করতে হবে।’  

Print Friendly, PDF & Email