ভালুকায় এম. এ ওয়াহেদের পিতার জন্য বিশেষ দোয়া
প্রকাশিতঃ ৪:৪১ অপরাহ্ণ | মে ১৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম এ ওয়াহেদের পিতা মরহুম আলহাজ্ব সাকেন আলী মেম্বারের রুহের মাগফিরাত কামনা করে পূর্ব ভালুকা কোনাপাড়া জামে মসজিদে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) পূর্ব ভালুকা কোনাপাড়া জামে মসজিদে ৬নং ভালুকা ইউনিয়ন শ্রমিক লীগের পক্ষ থেকে ওই বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
৬নং ভালুকা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ আহাম্মেদ রাসেল সরকারের তত্ত্বাবধানে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা আঞ্চলিক শ্রমিকলীগের সাবেক আহ্বায়ক নাজমুল হক সরকার, আওয়ামীগ নেতা জজ মিয়া, যুবলীগ নেতা আসাদুজ্জামান কাজল, ৬নং ভালুকা ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম, স্বেচ্চাসেবী নূরে আলম রাতুল, আব্দুল্লাহ আনসারী আকরাম, শরীফ প্রমূখ।



