ভালুকায় কৃষকের ৫বিঘা জমির ধান কেটে দিলেন পৌর ছাত্রলীগ
প্রকাশিতঃ ৯:৪৬ অপরাহ্ণ | মে ১৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় এক দরিদ্র অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন পৌর ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ধীতপুর ইউনিয়নের বর্গাচাষি শফিকুল ইসলামের ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন তারা।
পৌর ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, শাহরিয়ার হাসান সাজিদ, ফেরদুস ওয়াহিদ সিয়াম, মেহিদি হাসান, শয়েব আহাম্মেদ সৈকত, মাহফুর হাসান, সুহান আহাম্মেদ, আকাশ আহাম্মেদ, তাহসান বাদশা, আল-আমিন, রাকিব হাসান, মাইন উদ্দিন প্রমুখ



