ভালুকায় ঢাবি ছাত্রলীগ নেতা আযহারের ব্যাক্তি উদ্যোগে ‘ঈদ উপহার’ বিতরণ
প্রকাশিতঃ ১:২০ পূর্বাহ্ণ | মে ২৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কর্মহীন হয়ে পরা অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ব্যাক্তি উদ্যোগে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ‘ভালুকা স্টুডেন্টস্ এসোসিয়েশন অব ঢাকা ইউনিভার্সিটি’ এর সাবেক সভাপতি আযহারুল ইসলাম মামুন তাঁর ব্যাক্তিগত অর্থায়নে ওই ঈদ উপহার বিতরণ করেন।
শুক্রবার দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নে ১০২ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ওই ঈদ উপহার বিতরণ করা হয়। এর আগেও কারোনা কালীন সময়ে ওই এলাকায় ৩৭ টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছিলেন তিনি।
ছাত্রলীগ নেতা আযহারুল ইসলাম মামুন জানান, ‘এই সংকট কালীন সময়ে এলাকার অসহায়, দরিদ্র, কর্মহীন মানুষের মাঝে ইচ্ছা ছিলো উপহার সামগ্রী তুলে দেওয়ার, মানুষের পাশে দাঁড়ানোর এই রকম ভালো সুযোগ হয়তো আর নাও পেতে পারি, নিজের জায়গা থেকে পরিবারের সহায়তায় যতটুকু সহযোগিতা করা যায় তাই করার চেষ্টা করেছি। যারা সার্বিকভাবে সহযোগীতা করেছেন তাদেরকেও ধন্যবাদ।
তিনি আরও বলেন, ‘সবাই যার যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সম্মিলিত প্রয়াসেই আমরা এই করোনা ভাইরাসের মত মহামারী থেকে রক্ষা পবো ইনশাআল্লাহ।’


