ভালুকায় এনআরবিসি ব্যাংকের উপ-শাখা উদ্বোধন
প্রকাশিতঃ ৮:১২ অপরাহ্ণ | জুন ০৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের উপ-শাখার শুভ উদ্বোধন হয়েছে।
বুধবার সকালে শহরের বাজার রোডস্থ ভালুকা প্লাজার দ্বিতীয় তলায় উদ্বোধন ঘোষনা করেন এনআরবিসি’র ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম (আরজু)।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ফজলুল আমীন লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি’র ব্যাংকের মাওনা শাখার ম্যানেজার মো.আবুল কালাম আজাদ প্রমুখ।
ভালুকা উপ-শাখার ম্যানেজার হাফিজ উর রশিদ খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নবাস্তবায়নে প্রান্তিক জনগোষ্ঠী যাতে ১০ টাকায় ব্যাংক হিসাব খুলে ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারে সেই উদ্দেশ্যেই এনআরবিসি ব্যাংকের যাত্রা শুরু হয়। গ্রাহকরা ঘরে বসেই এপসের মাধ্যমে যে কোন ব্যাংকে লেনদেন করতে পারবেন।’


