ভালুকায় অনলাইন শ্রেণি কার্যক্রমের শুভ উদ্বোধন
প্রকাশিতঃ ৭:১২ অপরাহ্ণ | জুন ০৪, ২০২০
জাহিদুল ইসলাম খাঁন, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় চলমান করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম গতিশীল রাখার লক্ষে অনলাইন শ্রেণি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে ভালুকা উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের উদ্যোগে আয়োজিত অনলাইন ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রশিদের সভাপতিত্বে ও উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক শহীদ নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খসরু মোহাম্মদ রনি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুমা সুলতানা খানম, হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মানিক, বড়চালা হোসাইনিয়া দাখিল মাদরাসার সুপার শেখ মো. খাইরুল বাশার, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোসতাক আহমেদ জুয়েল, ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মেদিলা মোছাফির মঞ্জিল দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. আক্কাস আলী, বড়চালা হোসাইনিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক সফিউল্লাহ লিটন সহ উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামের দিক নির্দেশনা মোতাবেক জেলার প্রতিটি উপজেলায় অনলাইন শ্রেণি কার্যক্রম চালু হচ্ছে।



