|

ভালুকায় করোনা রোগীদের বাসায় ফলের ঝুড়ি পাঠালো ছাত্রলীগ

প্রকাশিতঃ ৯:২৯ অপরাহ্ণ | জুন ০৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: করোনায় আক্রান্ত রোগীদের মনোবল দৃঢ় রাখার জন্যে তাদের বাড়িতে বাড়িতে ‘ভালোবাসার উপহার’ হিসেবে ফলের ঝুড়ি পাঠিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব। ‘দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসুন’ এই প্রত্যাশায় বৃহস্পতিবার বিকালে ওইসব ফলের ঝুড়ি পৌরসভার ৫জন করোনা আক্রান্ত রোগীর বাসায় পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় পৌর কর্মকর্তা শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।

করোনা আক্রান্তের রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে ওইসব রোগীসহ তার আশপাশের বাড়ি লকডাউন করা ঘোষণা করে পৌর ও উপজেলা প্রশাসন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব বলেন, ‘এ বৈশ্বিক মহামারী আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় মোকাবেলা করতে হবে। জননেত্রী শেখ হাসিনা বাংলার দুঃখি মানুষের কথা দিন রাত ভাবছেন। আমরা তাঁর কর্মী হিসেবে সামান্য উপহার হিসেবে কোভিড-১৯ আক্রান্ত রোগীকে সাহস যোগাতে ফল পাঠিয়েছি। সম্পূর্ণ সামাজিক দূরত্ব মেনেই ফলের ঝুড়ি পৌঁছে দেওয়া হয়েছে। করোনা প্ররিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব দেশে করোনার প্রকোপ দেখা দেওয়ার পর থেকে নিজ অর্থায়নে শ্রমজীবী মানুষের মাঝে হেন্ড সেনিটাইজার বিতরণ, মাস্ক বিতরণ, সড়কের মোড়ে মোড়ে হাত ধোয়ার বেসিন স্থাপন, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের মাঝে উপহার হিসেবে সুরক্ষাসামগ্রী প্রদান, কর্মহীন মানুষের মাঝে খাদ্যমাগ্রী বিতরণ, ঈদ বাজার বিতরণসহ ভিবিন্ন জনকল্যানকর কাজ সচেতন মহলে বেশ প্রশংসা কুঁড়িয়েছে।

Print Friendly, PDF & Email