|

ভালুকায় ছাত্রলীগের উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিতঃ ১১:০৮ অপরাহ্ণ | জুন ০৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ও ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে ভালুকা উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীবের উদ্যেগে শুক্রবার বিকালে ভালুকা সরকারী কলেজ ও উপজেলার উথুরা ইউনিয়নে প্রায় অর্ধশতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ¦ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।

এসময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. শওকত আলী, আ‘লীগ নেতা ইঞ্জি. মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব বলেন, ‘মুজিব শতবর্ষে জাতির পিতা ও সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এবং ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেছি।’

Print Friendly, PDF & Email