গফরগাঁওয়ের পৌর মেয়রের করোনা জয়
প্রকাশিতঃ ৬:৪৯ অপরাহ্ণ | জুন ০৮, ২০২০

গফরগাঁও প্রতিনিধি, ভালুকার খবর: করোনাভাইরাস সংক্রমণের জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন গফরগাঁও পৌরসভার মেয়র এস এম ইকবাল হোসেন সুমন সুস্থ হয়ে রোববার (৭ জুন) দুপুরে নিরাপদে ঢাকাস্থ বাসভবনে ফিরেছেন।
মেয়র এস এম ইকবাল হোসেন সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি বাসায় ফিরে এসেছি এবং এখন আমার অবস্থা ভাল আছে। পৌর নাগরিকদের আশীর্বাদে, আমি ফিরে এসেছি এবং আমি তাদের সেবায় আবার নিয়োজিত হব।
গত ২০ শে করোনভাইরাসে তিনি আক্রান্ত হন।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধানে গফরগাঁও পৌরশহরস্থ চামড়া গুদাম এলাকার নিজ বাসভবনে হোম কোয়ারেন্টিনে ছিলেন।পরবতীর্তে ২৪ মে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শ্বাসকষ্টজনিত কারণে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। টানা ১৭ দিন করোনার সাথে লড়াই করে তিনি ৭ জুন দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র পান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান মানিক জানান, গফরগাঁওয়ে করোনায় এ পর্যন্ত ৩৩ জন আক্রান্ত হয়েছেন। মেয়র এস এম ইকবাল হোসেন সুমনসহ ২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্য ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।