ভালুকায় করোনায় আক্রান্ত আরও ১৮ জন, উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু
প্রকাশিতঃ ৫:৩২ অপরাহ্ণ | জুন ১১, ২০২০
সারুয়ার হাসান (সজিব), স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় নতুন করে আরো ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। তা ছারা বিরুনীয়া ইউনিয়নের ৮ নং ওর্য়াডের আনোয়ার হোসেন(২৬) নামে এক যুবক করোনার উপসর্গ, জ্বর, সর্দি, কাশি, হাঁপানি,পায়তা পায়খানা নিয়ে ময়মনসিংহ এস কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
এ নিয়ে উপজেলায় ১৫৮ জন করোনায় আক্রান্ত সংখ্যা দাড়িয়েছে, এর মধ্যে আবু হানিফ নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যায় এবং করোনার উপসর্গ নিয়ে উপজেলায় আরো তিন জনের মৃত্যু হয়েছে ।
বুধবার(১০ জুন)রাত্রে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মাইক্রো বায়োলজি ল্যাবে কোভিট ১৯ নমুনা পরীক্ষায় ভালুকায় আরো ১৮ জন সনাক্ত হয়েছে।
আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে হাসপাতাল সূত্রে জানা গেছে এ দিকে বিরুনীয়া পশ্চিমপাড়ার সূর্যত আলীর ছেলে আনোয়ার হোসেন,এর জ্বর সর্দি,কাশি, হাঁপানি, পাতলা পায়খানা দেখা দিলে ৯ জুন ময়মনসিংহ এস কে হাসপাতালে ভর্তি করালে, হাসপাতালে কতৃপক্ষ বুধবার দুপুরে তার নমুনা সংগ্রহ করেন,কিন্তু বুধবার রাএেই মারা যায়।


