ত্রিশালে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
প্রকাশিতঃ ৭:০৮ অপরাহ্ণ | জুন ২০, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশক্রমে ত্রিশাল উপজেলা শাখা ছাত্রলীগের ছাত্রনেতা সাব্বির আহমেদ সানির নির্দেশনায় গাছের চারা লাগিয়ে এই কার্যক্রম চালু হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি কর্যক্রম শুরু করে।
১৮ জুন বৃহস্পতিবার বৃক্ষরোপণ করে ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ সানি।
সে সময় সানি জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুপ্রেরণায় এই বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। মুজিব শতবর্ষে ত্রিশাল উপজেলা শাখা ছাত্রলীগ এর পক্ষ থেকে বিভিন্ন বনজ, ফলদ ও ভেষজ জাতীয় প্রায় ২০০ গাছ রোপন করেছি আমরা।এবং আমি আমার উপজেলা সহ বাংলাদেশের সকল কেই বৃক্ষরোপণের জন্য আহ্বান জানাচ্ছি।
সানি আরো বলেন আমরা এখন করোনা মহামারীতে আছি আসুন আমরা সচেতন হই এবং সরকারের নিয়ম মেনে চলি তাহলে এ সমস্যা কেটে যাবে ইনশাআল্লাহ।’