|

ভালুকায় শেখ হাসিনাকে কুটক্তি করায় যুবক গ্রেফতার

প্রকাশিতঃ ১০:৫৪ অপরাহ্ণ | জুন ২০, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় আ’লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেইজবুকে অশালীন ভাষায় কটুক্তি করার অপরাধে ১যুবককে শনিবার রাত ১০টার দিকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত যুবক উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় নয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মো. ইমন(১৮)।

পুলিশ জানায়, গত শুক্রবার যুবক ইমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করে।পরে শনিবার সকালে সেই কটুক্তির প্রতিবাদে হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন ও ভালুকা পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন ২ টি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপেক্ষিতে অভিযান চালিয়ে উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় নয়াপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে ইমন কে গ্রেফতার করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, অভিযোগটি পাওয়ার পর আমলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামী ইমনকে গ্রেফতার করে। আগামীকালকে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

Print Friendly, PDF & Email