|

ভালুকার বীর মুক্তিযোদ্ধা ছনু ডাক্তার আর নেই

প্রকাশিতঃ ৮:৫৬ অপরাহ্ণ | জুন ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকার বীর মুক্তিযোদ্ধা ছানোয়ার উদ্দিন (৮০) ওরফে ছনু ডাক্তার আর নেই।

আজ সকালে বার্ধক্যজনিত কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমীনের পিতা । মৃত্যুকালে উনি ১ স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় -স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন।

আজ বেলা ৩ টা ৩০ মিনিটে উপজেলা ভান্ডাব গ্রামের কুরাইন্যাচালায় জানাযার পর পারিবারিক গোরস্থানে উনাকে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুকে ভালুকার রাজনৈতিক, পেশাজীবি, সমাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণী পেশান মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Print Friendly, PDF & Email