|

ভালুকায় কারখানা থেকে শ্রমিক ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিতঃ ৫:১৬ অপরাহ্ণ | জুলাই ০৭, ২০২০

আনোয়ার তরফদার, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় কারখানা থেকে কামরুল ইসলাম (২১) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল ১০ টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের তাফরিদ কটন মিলের শ্রমিক কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কামরুল ইসলাম ত্রিশাল উপজেলার রাধাকানাই গ্রামের আক্কাস আলীর ছেলে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, সকালে তাফরিদ কটন মিলের শ্রমিক কোয়ার্টারের ৫ম তলার একটি রুমে রিং সেকশনের শ্রমিক কামরুলের গলায় রশি বাধা ঝুলন্ত মরদেহ দেখতে পায় শ্রমিকরা। পরে থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করা হয।

Print Friendly, PDF & Email