|

ভালুকায় সাংবাদিকের অফিসে চুরি

প্রকাশিতঃ ৪:৫১ অপরাহ্ণ | জুলাই ০৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় দৈনিক ভোরের পাতা পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেনের অফিসে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আমতলী মোড়ে ওই সাংবাদিকের বাক্তিগত অফিসে চুরির ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

ভোরের পাতা পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন জানান, তিনি প্রতিদিনের ন্যায় অফিসের কাজ শেষ করে বাড়িতে চলে যান। পরে সকালে অফিসে এসে দেখেন শাটারের তালা ভেঙে চোরেরা দুটি ক্যামেরা, একটি মোবাইল, ১০ টি মেমোরী কার্ড, একটি পেনড্রাইভ, নগদ ২০,০০০ হাজার টাকা ও পত্রিকার পরিচয় পত্র চুরি করে নিয়ে যায়।’

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। মামলার প্রস্তুতি চলছে।’

Print Friendly, PDF & Email