ত্রিশালে মঠবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালন
প্রকাশিতঃ ৯:৫২ অপরাহ্ণ | জুলাই ০৮, ২০২০
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ”মুজিববর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান” কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশালে আমিরাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে। বুধবার দুপুরে ওই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তারা।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সাংগঠনিক কর্মসূচি অনু্যায়ী বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামস ঈ নোমান ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ সব্যসাচীর নির্দেশনায় ওই কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ সানি, ওয়াহিদ ইসলাম, হিমেল চৌধুরী,মঠবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ নেতা রবিন খান, সামাদ হোসেন সহ অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ ।


