ভালুকায় মুজিব শতবর্ষ উপলক্ষে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান
প্রকাশিতঃ ১২:২০ পূর্বাহ্ণ | জুলাই ১৩, ২০২০
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের আওয়ামীলীগ নেতা আকতার হোসেন সরকারের নিজস্ব উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার বরাইদ বাজারে ওই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিউল আলম চৌধুরী নাদেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, জাতীয় যুব ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. জোবায়ের হোসেন ধারা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দৈনিক যুগ যুগান্তর প্রত্রিকার সম্পাদক এন এস কিবরিয়া, জাতীয় সংগীত শিল্পী মুজিব পরদেশী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উমর হায়াৎ খাঁন নঈম, ভালুকা দলীল লেখক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী স্বপন, সাবেক ছাত্র নেতা সুমিত চক্রবর্তী নিপুণ, সাবেক ছাত্র নেতা তানিম আল মামুন, উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ উল্লাহ খান মিদুল , যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহাম্মেদ, উপ আইন বিষয়ক সম্পাদক মজিবর রহমান নাহিদ ।
অনুষ্ঠান শেষে পারিবারিক অনুষ্ঠানে কবির সরকারের প্রথম কন্যা জাকিয়া সুলতানা জেবার ১০ তম জন্মবার্ষিকীতে কেক কাটেন প্রধান অতিথি।


