|

গফরগাঁওয়ে আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ

প্রকাশিতঃ ৮:৪৩ অপরাহ্ণ | জুলাই ১৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালীর গ্রামের ‘মশাখালী টানপাড়া দারুল কোরআন কওমী মাদ্রাসায়’ আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে ও আল-কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় কওমী ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিরতণ করা হয়েছে।

শনিবার বিকালে মাদরাসা প্রঙ্গণে ওই কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত হয়।

কোরআন বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আল-কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিব জিহাদী। আশার আলো ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আনছারী আকরাম।

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য বদরুদ জামান, মাদ্রাসার পরিচালক নূর মোহাম্মদ, শাহ্ মো. ফরিদ, নূরে আলম রাতুল, মো. ইমন, মো. জাকারিয়া, সাখাওয়াত হোসেন সুমন, আমিনুল ইসলাম শান্ত, মহিম ইসলাম, মিজানুর রহমান সাদেক, জহিরুল ইসলাম, সেলিম আহমেদ, রাহিদ, রাকিব প্রমুখ।

Print Friendly, PDF & Email