ভালুকায় শান জেন্টস ফ্যাশনের শো রুম উদ্বোধন
প্রকাশিতঃ ৮:৪৮ অপরাহ্ণ | জুলাই ১৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: আধুনিক রুচিসম্মত পোশাকের সমাহার নিয়ে ভালুকায় শান জেন্টস ফ্যাশন নামের একটি শো রুম উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার সিডস্টোর বাজারের আল-মদিনা শপিং কমপ্লেক্সে ২য় তলায় ওই শো রুমটি উদ্বোধন হয়।
হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের মালিকানাধীন শান জেন্টস ফ্যাশন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মাহাবুল আলম, এসএ টিভির ময়মনসিংহ ব্যুরো চিফ সাংবাদিক আওলাদ হোসেন রুবেল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তরফদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহসানুল হক হিমেল, আল মদিনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমুদুল হাসান রাসেল মৃধা, সাংবাদিক এস.এম. মজনু প্রমুখ।



