ভালুকায় ব্যাক্তি উদ্যোগে ২হাজার মাস্ক বিতরণ
প্রকাশিতঃ ১১:১০ অপরাহ্ণ | জুলাই ১৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় ব্যাক্তি উদ্যোগে ২হাজার মাস্ক বিতরণ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার প্রয়াত মফিজ উদ্দিনের মেয়ে মাহমুদা সুলতানা মুন্নি। বৈশি^ক মহামারি করোনা ভাইরাসের সংক্রমন রোধ করতে বৃহস্পতিবার বিকালে উপজেলার কাঠালী গ্রামে সাধারণ মানুষের মাঝে দুই হাজার পিস মাস্ক বিতরণ করেছে তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য ফারুক আহাম্মেদ ও সুহেল রানা, খোকা মিয়া, মঞ্জুরুল ইসলাম, মিতুল আহাম্মেদ প্রমুখ।
প্রয়াত মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের মেয়ে মাহমুদা সুলতানা মুন্নি বলেন, ‘আমরা এখনও সংকটময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই এ বৈশি^ক মহামারি থেকে নিজেদের রক্ষা করতে সবাইকে সচেতন থেকে মাস্ক ব্যবহার করতে হবে। তাই আমার ব্যাক্তিগত পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করছি।’
উল্লেখ্য, মাহমুদা সুলতানা মুন্নি ভালুকায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ ব্যাক্তিগত ভাবে করোনাকালিন সময়ে প্রায় ৫শতাধিক মানুষকে আর্থিক সহায়তা প্রদান করেন।



