|

ভালুকায় বিদ্যুৎপৃষ্টে নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

প্রকাশিতঃ ৪:০৫ অপরাহ্ণ | জুলাই ২০, ২০২০

ভালুকায় বাথরুমের ভেতরে জিআই তারে বিদ্যুৎপৃষ্টে রাশিদা বেগম (৪০) নামে এক নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার সিডষ্টোর টেংরাপাড়া এলাকায়।

নিহত রাশিদা বেগম গাজীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার হাফিজুল ইসলামের স্ত্রী। তিনি স্থানীয় সুলতানা সুয়েটারের শ্রমিক।

ভালুকা মডেল থানার এস আই মতিউর জানান, ‘ওই নারী শ্রমীকের লাশ বাথরুমের মেঝে থেকে উদ্ধারের সময় লাশের উপরে বিদ্যুতের জিআই তার পরা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক অবস্থায় বিদ্যুৎপৃষ্টেই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

Print Friendly, PDF & Email