|

ভালুকা রিপোর্টার্স ইউনিটির সাথে জনপ্রতিনিধি ও প্রশাসনের মত বিনিময় সভা

প্রকাশিতঃ ৩:১৮ পূর্বাহ্ণ | আগস্ট ০৮, ২০২০

সাইফুল ইসলাম, ভালুকার খবর: ভালকা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটির সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময় সভা এবং ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের হৃদয় সুপার মার্কেটস্থ সিটি গার্ডেন-২ রেষ্টুরেন্টে ওই মতবিনিময় সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ভালকা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মাহমুদুল হাসান ফুরাতের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন তরফদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভালকা রিপোর্টার্স ইউনিটির ট্রাস্টি ও চ্যানেল২৪ এর সিনিয়র রিপোর্টার (পলিটিক্যাল এ্যফেয়ার্স) জোনায়েত খান।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভালকা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মাইন উদ্দিন।

এসময় অন্যান্নদের মাঝে আরও বক্তব্য রাখেন, ভালুকা প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এ সবুর, কার্যনির্বাহী সদস্য মোবাশ্যরুল ইসলাম সবুজ, সাহিত্য সম্পাদক আসাদুজ্জামান সুমন, ভালুকা উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী, বর্তমান সভাপতি মনিরুজ্জামান মামুন, আ‘লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ প্রমুখ।

Print Friendly, PDF & Email