|

ভালুকায় খাদ্যগুদাম কর্মকর্তার উপর মিল মালিকের হামলার ঘটনায় থানায় মামলা

প্রকাশিতঃ ১০:৪৫ অপরাহ্ণ | আগস্ট ১৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকা খাদ্য গুদাম কর্মকর্তার উপর হামলার অভিযোগ উঠেছে রাইস-মিল মালিকের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে দায়িত্ব হস্তান্তরের সময় নিজ কার্যালয়ের ভেতর এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মডেল থানায় ওই কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ভালুকা গুদাম কর্মকর্তা বদলির কারণে নতুন গুদাম কর্মকর্তা মাসুদ আলম ফরহাদের কাছে দায়িত্ব হস্তান্তর করছিলেন।

এ সময় উপজেলার বিরুনীয়া গ্রামের রাইস-মিল মালিক  রফিকুল ইসলাম রবি সদ্য বিদায়ী গুদাম কর্মকর্তা আবুল বাশারের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে চেয়ার তুলে গুদাম কর্মকর্তা বাশারের উপর হামলা চালায়।
এতে গুদাম কর্মকর্তা আবুল বাশারের নাকে ও হাতে রক্তাক্ত জখম হয়। পরে আহত গুদাম কর্মকর্তা ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে চিকিৎসা নেন।

এ ব্যাপারে গুদাম কর্মকর্তা আবুল বাশার জানান, ‘ঘটনার সময় তিনি সদ্য যোগদানকারী গুদাম কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করছিলেন। ওই সময় মিল মালিক রফিকুল ইসলাম রবি তাকে বিভিন্ন ধরনের গালাগাল শুরু করেন এবং চেয়ার দিয়ে আঘাত করেন। ’

তবে, অভিযুক্ত মিল মালিক রফিকুল ইসলাম গুদাম কর্মকর্তার উপর হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি তার কাছে টাকা পাই।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, মামলা হয়েছে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email