ভালুকায় স্বেচ্ছাসেবকদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিতঃ ১২:৩১ পূর্বাহ্ণ | আগস্ট ২০, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নতুন বাসস্ট্যান্ড বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিনের সভাপতিত্বে ও ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ, সুপ্তি সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ঢালী, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা নাসির উদ্দিন সরকার, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, রাজৈ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক আবদুর রউফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ছাইফুল ইসলাম খান, ওলামা দলের যুগ্ম সাধারন সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, কৃষকদল নেতা নাজমুল হক বাদল, জাসাস নেতা রফিকুল ইসলাম রফিক, সাবেক ছাত্রদল নেতা নিয়ামুল কবীর জান্নাত, পৌর শ্রমিক দলের আহ্বায়ক সৌমিক হাসান সোহাগ, ছাত্রদল নেতা শামিম আহাম্মেদ, মাহমুদুল হাসান হিমেল, আহসান শেখ প্রমুখ।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে স্বেচ্ছাসেবক দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে সকলের মাঝে বিতরণ করা হয়।


