ভালুকায় বীকন সিফালোস্পোরিন লিমিটেডের প্লান্ট উদ্বোধন
প্রকাশিতঃ ৫:১৫ অপরাহ্ণ | আগস্ট ২০, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় বীকন সিফালোস্পোরিন লিমিটেডের প্লান্ট উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাঠালিস্থ কারখানায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নত, উচ্চপ্রযুক্তি এবং ডেডিকেটেড সেফালোস্পোরিন প্ল্যান্ট, বীকন সেফালোস্পোরিন লিমিটেডের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এম.পি.।
অনুষ্ঠানে বর্তমান সময়ে সেফালোস্পোরিন প্লান্টের প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরে বীকন গ্রæপের এমডি মোহাম্মদ এবাদুল করিম এমপি বলেন, ‘বীকন বাংলাদেশের প্রথম ক্যান্সার ওষুধ প্রস্তুতকারী হিসেবে ইতিমধ্যে দেশে এবং বিদেশে সম্মানজনক অবস্থান তৈরী করেছে। ৭৫টি কেমোথেরাপিউটিক ওষুধ, ২০টি বায়োটিক ওষুধ, ২০০টিরও বেশী জেনেরিক ওষুধ উৎপাদন করছে। বর্তমানে বিশ্বের ১১৪টি দেশে বীকনের ওষুধ রপ্তানি হচ্ছে।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এমপি বলেন, ‘পুরো বিশ্বে যখন নিরাপদ ও সর্বোচ্চ গুনগত মানের এন্টিবায়োটিক উৎপাদন এর প্রয়োজনীয়তা বাড়ছে, ঠিক সেই সময়ে বীকন নিয়েছে সময়োপযোগী পদক্ষেপ। উচ্চমান সম্পন্ন এন্টিবায়োটিক ওষুধ তৈরির লক্ষ্যে বীকন গ্রæপের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই।
এসময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনু, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান প্রমুখ।
উদ্বোধন শেষে সংবাদিকদের প্রশ্নের উত্তরে ওষুধ প্রশাসনের মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশে করোনা ভ্যাকসিন এ্যানিমেল ট্রায়ালে আছে। গবেষণা চলছে। হয়তো একদিন আমাদের দেশেও করোনার ভ্যাকসিনে সফলতা আসবে। এছাড়া বিদেশ থেকে ভ্যাকসিন পেতেও তৎপরতা চালাচ্ছি আমরা।’


