ভালুকায় বাসের চাপায় মানুষিক ভারসাম্যহীন নারী নিহত
প্রকাশিতঃ ৪:০৪ অপরাহ্ণ | আগস্ট ২৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ বাসের চাপায় মানুষিক ভারসাম্যহীন এক নারীর (৪০) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৬ আগস্ট) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌর এলাকার ২২ফিট মোড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌর এলাকার ২২ফিট মোড়ে এলাকায় রাস্তা পার হবার সময় একটি অজ্ঞাত একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান মানুষিক ভারসাম্যহীন ওই নারী।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৈমুল আলী জানান, ‘মানুষিক ভারসাম্যহীন ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বেওয়ারিশ কবরস্থানে লাশ দাফন করা হবে।’


