|

ভরাডোবা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিতঃ ৪:১০ অপরাহ্ণ | আগস্ট ২৬, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। ২৬ আগস্ট বুধবার সকালে ভরাডোবা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে ওই শোক দিবস পালিত হয়।

ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদারের সভাপতিত্বে কৃষক লীগের সভাপতি আফতাব পাঠানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকরাম আলী খোকা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি পলাশ মানিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুল হক বাবুল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী হারুনুর রশিদ, ইউপি সদস্য আব্দুল জলিল, ইউপি সদস্য হাবিবুর রহমান হবি, শ্রমিক লীগের সহ-সভাপতি বাবুল শেখ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারন সম্পাদক আব্দুস সালাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহাম্মেদ, সহ-সভাপতি মাহমুদুল হক পলাশ , সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email