|

ভালুকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিতঃ ১১:৫৫ পূর্বাহ্ণ | আগস্ট ২৮, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ভালুকায় ট্রাক চাপায় হেলাল উদ্দিন (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ সড়কের কাঠালী এলাকায়। নিহত হেলাল উদ্দিন উপজেলার ধামশুর গ্রামের জাফর খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকল আরোহীর মৃত্যু হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ‘ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

Print Friendly, PDF & Email