|

ভালুকায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

প্রকাশিতঃ ৬:০২ অপরাহ্ণ | আগস্ট ২৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদের জন্য দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডস্থ উত্তরা জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজের উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, উপজেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান,  স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বজলুর রহমান খান ও সাংবাদিক শাহজাহান মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email