|

ভালুকায় মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা

প্রকাশিতঃ ৬:২৮ অপরাহ্ণ | নভেম্বর ০১, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় বাহারুল উলুম আলিম মাদ্রাসার ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে আলহাজ্ব এ.বি.এম সিদ্দিক এর সভাপতিত্বে মাদ্রাসার ৪তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১১ মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসা সালমা খাতুন, হাজী মো. রফিকুল ইসলাম,  ভালুকা ইউপি চেয়ারম্যান মো. শিহাব আমিন খান, হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ বাচ্চু জেলা পরিষদ সদস্য মো. মোস্তফা কামাল,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হাফিজ উদ্দিন মৃধা, বাহারুল উলুম আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক মো. শাহাব উদ্দিন  শেখ,  সিডস্টোর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. শাহাব উদ্দিন, ইউপি সদস্য মো. হাফিজুর ইসলাম প্রমূখ। 

Print Friendly, PDF & Email