|

ভালুকায় ব্যবসায়ী সমিতির নির্বাচন, সভাপতি রাকিব, সম্পাদক জাহিদ

প্রকাশিতঃ ৬:৩২ অপরাহ্ণ | নভেম্বর ০৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় মল্লিকবাড়ি বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাকিব উদ্দিন আহাম্মেদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম খান।

বুধবার (৪ নভেম্বর ) রাত পৌনে ৭টার দিকে ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মল্লিকবাড়ি বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল মোতালেব।

এ নির্বাচনে সহসভাপতি পদে মো. আবু নাঈম, কোষাধ্যক্ষ পদে মো. আবু সাঈদ সবুজ, কার্যকরী সদস্য পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক ও নূর মোহাম্মদ নুরী।

এর আগে বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে পাঁচটি পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে সভাপতি পদে ছাতা প্রতীকের প্রার্থী রাকিব উদ্দিন আহাম্মেদ ১শ ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হরিণ প্রতীকের শামসুল হক মেম্বার পেয়েছেন ১শ ৬০ ভোট।

সহসভাপতি পদে ফুটবল প্রতীকের প্রার্থী মো. আবু নাঈম ২শ ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মই প্রতীকের ডা. নিরঞ্জন সরকার পেয়েছেন ৯০ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকের প্রার্থী মো. জাহিদুল ইসলাম খান ২শ ৩ ভোট, পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুই মাছ প্রতীকের মো. ইসমাইল হোসেন সোহাগ ফকির পেয়েছেন ১শ ৩৮ ভোট।

কোষাধ্যক্ষ পদে আম প্রতীকের প্রার্থী মো. আবু সাঈদ সবুজ ১শ ৮৭ ভোট, পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের প্রার্থী শ্রী লিটন চন্দ্র বৈষ্ণব পেয়েছেন ১শ ৫৪ ভোট।

কার্যকরী সদস্য পদে কাপ পিরিচ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক ২শ ২৪ ভোট ও বাস প্রতীকের প্রার্থী নূর মোহাম্মদ নূরী ১শ ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম ফুল প্রতীকের মো. আব্দুস সামাদ পেয়েছেন ১শ ৫৪ ভোট। এ নির্বাচনে ৩৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Print Friendly, PDF & Email