|

ভালুকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রকাশিতঃ ৭:২৯ অপরাহ্ণ | নভেম্বর ০৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ‘এসো সবাই বৃক্ষ রোপন করি, সবুজ, নির্মল পরিবেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় ‘পাইওনিয়ার নীটওয়্যারস্ (বিডি) লিঃ’ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবনকোঠা এলাকায় অবস্থিত ‘পাইওনিয়ার নীটওয়্যারস্ (বিডি) লিঃ’ সেকশন-২ এর আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচির শুরুতে কারখানার এডমিন সেকশনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কারখানার বিভিন্ন সেকশন পদক্ষিন করে লবনকোঠায় গিয়ে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করে। পরে কারখানার হলরুমে বৃক্ষরোপন সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘পাইওনিয়ার নীটওয়্যারস্ (বিডি) লিঃ’এর প্রশাসন, মানবসম্পদ ও কমপ্লায়েন্স বিভাগর এজিএম সমর সেন সাহার সভাপতিত্বে ও প্রশাসন, মানবসম্পদ ও কমপ্লায়েন্স বিভাগর ব্যবস্থাপক মো. মুরাদ হোসেনের সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাইওনিয়ার নীটওয়্যারস্ (বিডি) লিঃ সেকশন-২ এর কারখানা ব্যবস্থাপক সুকর্ণ বড়ুয়া সাজু, কমপ্লায়েন্স ব্যবস্থাপক লুৎফুল কবীর, আইটি প্রধান স্বপন কুমার সাহা, কমপ্লায়েন্স সিনিয়র এক্সিকিউটিভ প্রনব সাহা, কমপ্লায়েন্স অফিসার আল মারুফ, মো. আতিবুর রহমান ও তাসলিম মুনিম খান প্রমূখ।

আলোচনা সভায় আলোচকগণ বর্তমান বিশ্ব ও বাংলাদেশের পরিবেশে বৃক্ষরোপণের নানা দিক তুলে ধরেন। একই সাথে সবাইকে অবশ্যই একটি করে বৃক্ষের চারা রোপনের আহ্বান জানানো হয়।

Print Friendly, PDF & Email