ভালুকায় আ.লীগ নেত্রীকে সংবর্ধনা
প্রকাশিতঃ ১১:৩১ অপরাহ্ণ | নভেম্বর ২২, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের নবনির্বাচিত সহ-সভাপতি সাজেদা বেগমকে সংবর্ধনা দেয়া হয়েছে। ২২ নভেম্বর রোববার সকালে উপজেলার বিরুনিয়া সাদির উদ্দীন মাষ্টার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ওই সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলার বিরুনীয়া সাদির উদ্দীন মাষ্টার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ৯০’এর গণ আন্দোলনে অন্যতম নারী নেত্রী ভালুকার সন্তান সাজেদা বেগমকে ঢাকা মহানগর দক্ষিন আ’লীগের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। এ উপলক্ষ্যে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও ম্যানেজিং কমিটির পক্ষ হতে অভিনন্দন জানানো হয়।


